বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন।
তিনি ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি এ সময় সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পিতামাতর প্রতি আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) শহীলুদ্দীন, সহকারী প্রধান শিক্ষক (দিবা) খালেদ হোসেন, সহকারী শিক্ষক মীনা খাতুন, মানসি দে প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুন।
আলোচনা শেষে তৃতীয় শ্রেণির নবাগত ২১০ ছাত্রীদের মাঝে ফুল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
