বাংলার ভোর প্রতিবেদক

যশোর সাংস্কৃতিক পরিষদের ঈদ পুনর্মিলনী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদের বিশ্বেস্বর সরকার ঘূর্ণায়মান মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অতিথি ছিলেন বিএনপি নেতা অ্যাড. মোহাম্মদ ইসহক, জেলা কৃষক দলের আহবায়ক অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা বিএনপির সাবেক নেতা আক্তারুজ্জামান বাদশা প্রমুখ।

যশোর সাংস্কৃতিক পরিষদের সভাপতি ফকরুল আলম এনোনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংস্কৃতিক কর্মীদের উপর নানা রকম নিপীড়ন চালিয়েছে। তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। আজ পরিবর্তিত পরিস্থিতিতে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারছে, মত প্রকাশ করতে পারছে। এ সময় তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত হবার আহবান জানান।

অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা যুবদলের আহবায়ক আনছারুল হক রানা ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা ফারুক হোসেন, চিত্রা মডেল কলেজের সভাপতি আকতার হোসেন, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী শওকত শাহী, যশোর সাংস্কৃতিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক জেলা বিএনপি নেতা মহিববুর রহমান হিরণ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাতা মাসুদ জামান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে পরিবেশিত  হয় ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ..  গানটি। পরে সঙ্গীত পরিবেশেন করেন গুলশান আরা পারভীন শেফালী। সঞ্চালনা করেন সাকিব ফারহান।

Share.
Exit mobile version