বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সব জেলা ও মহানগরে দলটির নতুন আমিরের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে নতুন আমিরদের নাম ঘোষণা করা হয়।
ঢাকায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মপরিষদের ওই বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। তিনিই নতুন আমিরদের নাম ঘোষণা করেন। ওই বৈঠক থেকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৬ সাল পর্যন্ত দেশের ৬৪ জেলা ও বিভিন্ন মহানগর মিলে ৭৮ জন আমিরের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক গোলাম রছুল। এর আগে তিনি যশোর শহর শাখার আমির ছিলেন।
সংগঠনটির স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম রছুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দুই হাজার ১৯৫ রুকন তাদের ভোটাধিকারের মাধ্যমে জেলা আমির হিসেবে অধ্যাপক গোলাম রছুলকে নির্বাচিত করেন।
সাতক্ষীরা সংবাদদাতা জাননা, ২০২৫-২৬ সেশনের জন্য সাতক্ষীরা জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন সাবেক উপাধ্যক্ষ শহীদুল ইসলাম। জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে তিনি আমির নির্বাচিত হয়েছেন।
সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহীদুল ইসলাম এর আগে দলটির নায়েবে আমির ছিলেন।
মেহেরপুর সংবাদদাতা জানান, প্রত্যক্ষ ভোটে আবার জামায়াত ইসলামীর মেহেরপুর জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা তাজউদ্দিন খান।
মাওলানা তাজউদ্দিন খান এবার দিয়ে চতুর্থবারের মতো মেহেরপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন।