বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি সিটি কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহিম শামীম। বিশেষ অতিথি ছিলেন শহর অফিস ও দাওয়াহ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। সংগঠনের সিটি কলেজ সভাপতি আরাফাত ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি আমির হোসেন।

অনুষ্টানে বক্তারা কুরআন ও ইসলামের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্তমানে আমরা কুরআনের সাথে সম্পর্ক কমিয়ে ফেলায় আমাদের সমাজ ও নৈতিকতা ধ্বংসের দ্বারপ্রান্তে। আমাদের সমাজকে বাঁচাতে হলে কুরআনের দিকে ফিরে যেতে হবে, কুরআনের আলোকেই আমাদের জীবন গড়তে হবে।

তারা শিক্ষার্থীদেরকে কুরআনের জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী জীবনযাপন করার আহ্বান জানান। অনুষ্ঠানে কুরআন অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version