বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত এই সভায় যশোর পৌরসভা ও সদর উপজেলার ১৫টি ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, লাঙ্গল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচনী কার্যক্রম জোরদার করতে প্রতিটি ইউনিয়নে পৃথক প্রচার টিম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য পদপ্রার্থী খবির গাজী। তিনি বলেন, যশোরের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লাঙ্গলের বিকল্প নেই। তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে বিজয় নিশ্চিত হবে ইনশা আল্লাহ।
সভায় আরও বক্তব্য রাখেন, যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সম্মানিত সদস্য মিনহাজুল আরেফিন, যশোর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জি এম মুসা, জেলা দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান এবং জাতীয় সৈনিক পার্টি যশোর জেলার আহ্বায়ক সৈয়দ আহমদ।
মতবিনিময় সভায় উপস্থিত ১৫টি ইউনিয়নের নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
তারা জানান, লাঙ্গল প্রতীকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন বাড়ছে এবং সঠিক পরিকল্পনা ও প্রচারণার মাধ্যমে যশোর-৩ আসনে জাতীয় পার্টির বিজয় অর্জন সম্ভব।
