বাংলার ভোর প্রতিবেদক
যশোর উপশহরের ত্রাস যুবলীগ নেতা অপকর্মের হোতা সৈয়দ মুনসুর আলমের নামে মামলা করে বিপাকে পড়েছে উপশহর এলাকার বাসিন্দা মুজিবর রহমান।
মুনসুরকে বাঁচাতে মাঠে নেমেছে বিএনপি নেতা নান্নু। মামলা তুলে নিতে বিএনপি নেতা নান্নু প্রতিনিয়ত তাকে হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিতাড়িত হলেও সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। আওয়ামী লীগের সন্ত্রাসীদের পক্ষ নিয়ে গত ৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় উপশহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নান্নু মোবাইল ফোনে তাকে হুমকি দিয়েছেন।
মামলা তুলে না ফেললে হাত পা ভেঙে ফেলা হবে বলে হুমকি দিয়েছে। তা না হলে উপশহর এলাকায় থাকতে দিবে না। হুমকিতে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। তিনি ন্যায়বিচারের দাবি জানিয়ে ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহয়োগিতা চেয়েছেন।