বাংলার ভোর প্রতিবেদক
যশোর চাঁচড়া করিচিয়া গ্রামের আব্দুল ওহাবের মেয়ে মনজুয়ারাকে নির্যাতন করে জোরপূর্বক তালাক দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, কয়েক মাস আগে যশোর সদরের সুলতানপুর গ্রামের জাফর মোল্যার ছেলে মাসুদের (৪৫) সাথে বিয়ের কয়েকদিন পর থেকে মনজুয়ারাকে যৌতুকের জন্য চাপ দেয় জাফর। যৌতুক দিতে না পারায় গৃহবধূর উপর শুরু হয় নির্যাতন। একপর্যায়ে গৃহবধূর পিতার বাড়িতে গত ১ সেপ্টেম্বর রাতে স্বামী মাসুদ রানা, নালিয়া গ্রামের মকছেদ আলীর ছেলে কুদ্দুস ও সুলতানপুর গ্রামের রবিউল ইসলাম, করিচিয়া গ্রামের মুরাদের ছেলে মিজানুর, মুকুল, নজরুলের ছেলে সজীব, সুজন, মজিদের ছেলে মইদুল, ওহাব খন্দকারের ছেলে হযরত, মাসুদ রানার ছেলে রশিদ, চাদপাড়া এলাকার মোসলেমের ছেলে মুন্তাজ, মকছেদ মোল্লার ছেলে লাল্টু মনজুয়ারা ও তার মা সাফিয়া বেগমকে বেধড়ক মারপিট করে। একই সাথে কাজী আনোয়ার হোসেনকে দিয়ে গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তালাকনামায় সই করে নেয় বিবাদীরা। এছাড়া যাওয়ার সময় গৃহবধূর বাড়িতে থাকা ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version