বাংলার ভোর প্রতিবেদক
যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
যশোর চেম্বর অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘বাজারে কোন অস্থিরতা নেই।
শান্তিপূর্ণ পরিবেশে রমজান পার হচ্ছে। আগে গুটি কয়েক ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করতেন। সিণ্ডিকেটের মাধ্যমে বাজার পরিচালিত হতো। এখন কোন সিণ্ডিকেট নেই। সকল ব্যবসায়ী ইচ্ছামত মালামাল আমদানি-রফতানি করতে পারছেন।
ব্যবসায়ীদের উপর কোন চাপ নেই। সবার ব্যবসা করার সমান সুযোগ তৈরি হয়েছে। কৃত্রিম সংকটের পথও বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষকে পুঁজি করে কেউ অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবে না।
বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বাংলাদেশ আগামীতে বৈষম্যমুক্ত দেশ হবে। ভিন্ন ধর্ম, দর্শনের কেউ ক্ষতিগ্রস্থ হবে না। নতুন কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। ফ্যাসিবাদীদের চিরতরে কবর হবে। সকল মতপথের মানুষ তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস অধ্যাপিকা নার্গিস বেগম, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোছাম্মৎ আসমা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর চেম্বার অব কমার্সের সহসভাপতি ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. ইসহক, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহবায়ক রাশেদ খান প্রমুখ।