রাজগঞ্জ প্রতিনিধি
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাটসহ বিভিন্ন হাটবাজারে খোলা দোকানগুলোতে শীত নিবারণে পুরনো গরম কাপড়ের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের কাপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। খোলা মার্কেটের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠছে বেচাকেনা।
হঠাৎ শীতের তীব্রতা বাড়ায় সাথে সাথে ফুটপাতের দোকানগুলি থেকে গ্রামাঞ্চলে বসবাসরত বিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব কাপড় কিনছে। নতুন কাপড়ের দাম অনেক বেশি তাই পুরনো কাপড়ের দোকানের দিকে ঝুঁকে পড়েছেন গ্রামীণ ক্রেতারা। আর সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা করছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। আর ক্রেতার ভিড় বাড়ায় ভ্রাম্যমাণ বিক্রেতারা দারুণ খুশি। গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। শীত নিবারণে প্রয়োজন গরম কাপড়। শীতের প্রকোপ বেশি হওয়ায় রাজগঞ্জ, নেংগুড়াহাট এলাকায় বিভিন্ন গ্রামের গরীব পরিবারের লোকজনদের শীতে গরম পোশাক প্রয়োজন। তাই বেশি দামে নয়, কম দামেই গরম পোশাক কেনার দিকে মানুষ ঝুঁকছেন। উপজেলার রাজগঞ্জ বাজারসহ সরেজমিনে দেখা যায় নেংগুড়াহাট, শয়লা বাজার, বকুলতলা বাজার, কাঁঠালতলা বজার, ঝাঁপা বাজার, খেদাপাড়া বাজারসহ বিভিন্ন বাজার ও বিভিন্ন হাটবাজারগুলোতে বসেছে অস্থায়ী দোকান। সবকিছুর দাম বৃদ্ধির সাথে সাথে বেড়েছে এসব পোশাকের দামও। যে সকল মানুষ পেটপুরে দু-বেলা দু-মুঠো ভাত খেতে পায় না, এ শীতে তাদের বাঁচা বড় দায় হয়ে পড়েছে। তারপরও কাপড়ের অত্যধিক দাম। ফলে কোন রকমে শীত নিবারণের জন্য তারা কম দামের কাপড় কেনার জন্য বাজারের পুরোনো কাপড়ের দোকানে ছুটছে। সকাল থেকে অনেক রাত পর্যন্ত বিভিন্ন ধরনের গরম কাপড় বিক্রি হচ্ছে এসব দোকানে। এসব কাপড় ব্যবসায়ীরা যশোর, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে আমদানি করে বিক্রি করছে। যেখানে সেখানে রীতিমত ভিড় করছে ও মধ্য আয়ের মানুষ। দোকানীদের সাজিয়ে রাখা কাপড়ের স্তুপ থেকে চলছে পছন্দের হিড়িক। কাপড় পছন্দ হলে অথবা ঠিকটাক মতো গায়ে লাগলে শুরু হয় দোকানী ও ক্রেতাদের মধ্যে দামদর কষাকষি। দামদরে হলে নতুন ও পুরনো জ্যাকেট এবং সুয়েটার রকম গরম কাপড় কিনছেন ক্রেতারা।
শিরোনাম:
- মণিরামপুরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সেমিনার
- যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
- ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
- শরণখোলা হানাদার মুক্ত দিবস আজ
- ১৬ বছরের নির্বাচনী মেমোরি ডিলিট করুন : জেলা প্রশাসক
- মাগুরায় মনোনয়ন ফরম সংগ্রহ, পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক উত্তাপ
- শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

