বাংলার ভোর প্রতিবেদক
সততার সঙ্গে অপরাধ দমন এবং অসীম সাহসিকতা ও বীরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সম্মানজনক পদক রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম (সেবা) পেলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান।
গত দেড় বছরে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তাকে এই পদক দেয়া হয়।
এছাড়া বিচক্ষণতার সঙ্গে স্থানীয় এলাকার সম্ভাব্য সম্প্রদায়িক ও সামাজিক সংঘাতের মতো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ, তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, গণমানুষের নাগরিক ও আইনগত অধিকার সুরক্ষা এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তাকে রাষ্ট্রীয় এই পদক্ষে ভূষিত করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বার্ষিক পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন ঢাকায় তাকে এই পদক পরিয়ে দেন।