বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের চাঁচড়া-পালবাড়ি সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচলনা করেছেন। রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন নেতৃত্বে তিন ম্যাজিস্ট্রেট। বাকি দুইজন হলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ও সুমাইয়া জাহান ঝুরকা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় সোহাগ পরিবহনের একটি বাসের বৈধ রুট পারমিট না থাকায় ওই বাস চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে শাপলা পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় হামদান পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র আরও জানায়, যশোরের অন্তত ১৮টি রুটে পরিবহন চলাচলকারী অধিকাংশ বাসেরই বৈধ রুট পারমিট নেই। চালকদের অনেকের নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স। আবার এসব যানবাহনের গতি থাকে বেপরোয়া, যার ফলে প্রায়শই ঘটে দুর্ঘটনা। শুধু বাস নয়, ট্রাক, নসিমন, করিমন, থ্রি-হুইলার ইজিবাইক, টেম্পু, চার্জার ভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়মের তোয়াক্কা না করে চলাচল করছে। এতে করে সড়কে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা বাড়ছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে আদালত জানিয়েছেন।

Share.
Exit mobile version