বাংলার ভোর প্রতিবেদক
সামাজিক সচেতনতা ও সরকারি দপ্তরে সেবার মান বাড়ানো, সেবাগ্রহিতাদের হয়রানি রোধে যশোরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৬তম গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রোববার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আর বিশেষ অতিথি হিসাবে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
এদিকে, দুদকের গণশুনানি নিয়ে জনগণের মধ্যে সাড়া পড়তে শুরু করেছে। সাধারণ মানুষ নানান অভিযোগ নিয়ে হাজির হচ্ছেন দুদকের অভিযোগ গ্রহণ বুথে। দুদকও গণশুনানির জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের দুর্নীতি অনিয়ম গণশুনানির মাধ্যমে তুলে আনতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। অনিয়ম দুর্নীতির অভিযোগ গ্রহণের জন্য ইতোমধ্যে শহরে ৬টি বুথ স্থাপন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন-দুদক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর যশোরে গণশুনানি ঘিরে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়। এই গণশুনানিতে যশোর সদর উপজেলার যেকোনো সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির তথ্য তুলে ধরা যাবে।
সংশ্লিষ্টরা জানিয়েছে, গণশুনানিতে তাৎক্ষণিকভাবে অভিযোগের বিষয়ে দুদক সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার নাগরিকদের সমস্যা সমাধান করাই গণশুনানির মূল উদ্দেশ্য। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতকরণ, সততা ও মূল্যবোধ বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। সূত্র আরও জানিয়েছে, গণশুনানি উপলক্ষে অভিযোগ পাওয়ার জন্য শহরে ৬টি অভিযোগ গ্রহণ বুথ স্থাপন করা হয়েছে।
স্থানগুলো হলো, শহরের দড়াটানা, চৌরাস্তা, কোর্ট মোড়, মণিহার চত্বর, ঝুমঝুমপুর ও পালবাড়ি মোড়। এছাড়া অভিযোগ প্রদানের মাধ্যমে গণশুনানিতে সাধারণ মানুষকে অংশগ্রহণের উৎসাহিত করার জন্য শহরময় মাইকিং, পোস্টার, ব্যানার স্থাপন করা হয়েছে। এ কারণে ইতোমধ্যে এই গণশুনানি নিয়ে সাধারণ মানুষের মাঝে আগ্রহের সৃষ্টি হয়েছে। তারা বিভিন্ন বুথে এসে অভিযোগ দাখিল করছেন।
দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছরে যশোরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানে দুদক অভিযান চালিয়েছে। অভিযানে দুর্নীতি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা, তদন্ত, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানাসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বেনাপোল কাস্টমসে ঘুষের টাকাসহ আটক সহযোগী এবং কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোড়নও সৃষ্টি হয়।
এছাড়া বিআরটিএ অফিসে দালাল আটক ও শাস্তির ঘটনাও রয়েছে। এসব অভিযানের ফলে অনেক সরকারি অফিসে দুর্নীতির মাত্রা হ্রাস এবং সেবার মান বৃদ্ধি পেয়েছে। গণশুনানির পর সাধারণ মানুষের মাঝে দুদক সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা ও আস্থা সৃষ্টি হবে বলেও প্রত্যাশা দুদক কর্মকর্তাদের।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী জানান, আগামী ২৬ অক্টোবর যশোর শিল্পকলা একাডেমিতে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী উপস্থিত থাকবেন। গণশুনানিতে তাৎক্ষণিকভাবে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন জানান, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে গণশুনানিতে এসব অভিযোগ তুলে ধরা যাবে। এজন্য প্রতিদিনই অভিযোগকারীরা আসছেন এবং অভিযোগ দিচ্ছেন। এর মধ্য দিয়ে যশোরের এসব প্রতিষ্ঠানে সেবার মান বৃদ্ধি এবং অনিয়ম-দুর্নীতির মূলোৎপাটন সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা করেন।

