সাড়াতলা সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ১১ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিলের অংশ হিসেবে দ্বিতীয় রমজানে লক্ষণপুর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লক্ষণপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিটি ওয়ার্ডেই পূর্ব নির্ধারিত উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতির সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সাত্তার ও আব্দুল মজিদ মাজেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, সদস্য মিকাইল হোসেন পলাশ, যুবদলের আহবায়ক সামছুজ্জোহা সেলিমসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগের দিন সোমবার প্রথম কার্যক্রমে ১ং ডিহি ইউনিয়নের ১ নং ওয়ার্ডেও বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরসহ নেতৃবৃন্দ।