বাংলার ভোর প্রতিবেদক
‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। বৃহস্পতিবার সকালে প্রাচ্যসংঘে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। শনিবার বেলা ১১টায় শহরের সার্কিট হাউজপাড়ায় প্রাচ্যসংঘের হলরুমে এবং বেলা ৩টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রাচ্যসংঘের হলরুমে অনুষ্ঠেয় সভাটি শুধু সংগঠনের সদস্যদের জন্য। জেলা পরিষদ মিলনায়তনের সভা সবার জন্য উন্মুক্ত।

সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সেনা মজলুম সাংবাদিক, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। বিশেষ আলোচক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং লেখক-গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ১৫ নভেম্বর বেলা ১১টায় প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে সমকালীন রাজনীতি নিয়ে মতবিনিময়। বেলা ৩ টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version