বাংলার ভোর প্রতিবেদক
যশোরের নাট্য আন্দোলনের নতুন সংযোজন শব্দ থিয়েটারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে তিনদিনের নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। “নাটক হোক বন্ধন মুক্তির হাতিয়ার” স্লোগানকে সামনে রেখে ২৫, ২৭ ও ২৮ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবে দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে নাটক।

বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে জানানো উৎসব আয়োজন এর বিস্তারিত।

উৎসব কমিটির আহবায়ক বিশিষ্ট নাট্য অভিনেতা এএম মহিউদ্দিন লালু ও সদস্য সচিব মোস্তফা আহমেদ পলাশসহ নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন।

তারা জানান উৎসবের প্রথম দিন ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শিল্পকলা একাডেমী মঞ্চে মঞ্চস্থ হবে নাটক ‘শয়তান’। কাহলিল জিবরানের গল্প অবলম্বনে নাটকের নাট্যরূপ ও নির্দেশনায় মাসউদ জামান।

২৭:ডিসেম্বর হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নাটক “হিমু ও মুজিব” এবং ২৮ ডিসেম্বর উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হবে মাসউদ জামান রচিত নির্দেশিত নাটক “সক্রেটিস”।

সমগ্র উৎসবটি দেশ বরেণ্য কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে উৎসর্গ করা হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version