শরণখোলা সংবাদদাতা:
বাগেরহাটের শরণখোলায় উত্তরণ একসেস প্রকল্পের আয়োজনে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ১ নং ধানসাগর, ২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের এলএসপি এবং এসপি, ডিলার, এনজিও, সরকারি প্রতিনিধিদের নিয়ে একর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মডেল মসজিদ হল কনফারেন্স রুমে মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত কর্ম

প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভেটেনারি সার্জন ডা. আল মামুন জুয়েল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, উত্তরণ একসেস প্রকল্পের ডিআরআর কর্মকর্তা আবু ফেরদৌস চৌধুরী।

সঞ্চালনা করেন উত্তরণ একসেস প্রকল্পের সিডিও রুহুল আমিন ও অনিত কুমার দাস।

Share.
Exit mobile version