শার্শা সংবাদদাতা
শার্শায় ১৫পিস ইয়াবাসহ আব্দুর রহমান বাপ্পি নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শার্শা থানার নাভারন দক্ষিণ বুরুজ বাগান এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রহমান বাপ্পি দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মাদকের আড়ৎদার খ্যাত জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে শার্শাসহ বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজ বাগান এলাকায় অভিযান চালিযে মাদক কারবারি বাপ্পিকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
শার্শা থানা ইনচার্জ আব্দুল আলিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আব্দুর রহমান বাপ্পির বিরুদ্ধে শার্শাসহ বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
