বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ২ জানুয়ারি গভীর রাতে গোগা কলেজ এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারী মনিরুল হোসেন (৪২) শার্শা উপজেলার কালিয়ানি গ্রামের বাসিন্দা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি জানান, গোগা বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার গোগা কলেজের সামনে অভিযান চালিয়ে পাচারকারী মনিরুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে তার গায়ে থাকা জ্যাকেটের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ২২ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৮০ হাজার টাকা।
আটক আসামিকে স্বর্ণপাচারের আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হবে বলেও জানান তিনি।

Share.
Exit mobile version