বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে সামনে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক অ্যাড. মোস্তাফা কামাল মিন্টুর সঞ্চালনায় প্রাধন অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রাধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশারাফুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুজ্জামান লাল্টু, উপজেলা যুবদলের সদস্য সচির এমদাদুল হক এমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শার্শা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম বাকি বিল্লাহ।

