বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার পাচভুলোট এলাকায় ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ (সোমবার) বেলা ১১টায় পাচভুলোট গ্রামের আব্দুল হামিদের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান শার্শা উপজেলার পাচভুলোট গ্রামের বাসিন্দা।
পরিবার ও এলাকাবাসী জানায়, নিহত হাবিবুর রহমান বাড়ি করার জন্য সকালে ট্রাকে করে ইট নিয়ে ফিরছিলেন।
মিজান ছিলেন একটি ইজিবাইকে। ওই বাইকের পেছন পেছন আসছিল তার নিজের ইট বহনকারী ট্রাক। পথিমধ্যে ওই ইট বহনকারী ট্রাক মিজান বসা থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় মিজান পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচভুলোট গ্রামের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, মিজানুর সকালে বালুন্ডার শফিভাটা থেকে ইট কিনে আনার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে অসাবধানতা বশত ইট বোঝাই ট্রাক্টরের পিছনে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
গোগা ইউনিয়ন চেয়ারম্যান তবিবুর রহমান জানান, মিজানুরের মৃত্যুর খবরটি শার্শা থানায় অবহিত করা হয়েছে।
শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল ঘটনার সত্যতা জানিয়ে বললেন, মৃত্যুর পরিবারের পক্ষে কোন বাদী না পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে কোন মামলা হয়নি তিনি জানান।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল