বেনাপোল সংবাদদাতা
যশোর-১ (শার্শা) আসনের এমপি পদপ্রার্থী এবং শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিএন্ডএফ ব্যবসায়ী নুরুজ্জামান লিটনের মা লতিফা বেগম না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪পুত্র এবং এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার স্বামী ইয়াছিন আলী বেশ কয়েক বছর আগে মারা গেছেন।
পারিবারিক সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার বাদ জোহর বেনাপোল বলফিল্ড ময়দানে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনযশোর-১ (শার্শা) আসনের এমপি পদপ্রার্থী জামায়াতে ইসলামীর মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এ ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
জানাজা শেষে পৌর ১নং ওয়ার্ডের সাদীপুর গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, নুরুজ্জামান লিটনের মায়ের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
