শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়া এলাকায়।

এ ঘটনায় উলাশী গ্রামের আব্দুল কুদ্দুস আলী নামে একজন কৃষক দুই ছিনতাইকারীকে ধরে জনতার হাতে তুলে দেয়। অপর দু’জন ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। আটক দু’জন ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৫) ও ফয়সাল হোসেন (২০)। টাকা নিয়ে পলাতক ছিনতাইকারী একই উপজেলার ইসলামপুর গ্রামের তরিকুল ইসলাম (২৬) ও কলাগাছি গ্রামের রাব্বেল হোসেন (২৩)। তবে সংবাদ লেখা পর্যন্ত ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়নি।

আহত ব্যবসায়ী রুহুল আমিন (৪৫) শার্শার বাগআঁচড়া বাজারের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শার্শা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী রুহুল আমিন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাভারন, শার্শা ও উলাশী এলাকায় অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে মোটরসাইকেলযোগে বাগআঁচড়া যাওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪ দুর্বৃত্ত রামদা ও ধারালো চাকু নিয়ে দুর্ঘটনাস্থলে ব্যবসায়ী রুহুল আমিনকে মোটরসাইকেল গতিরোধ করে পিছন থেকে রামদা দিয়ে কোপ দেয়। এ সময় রুহুল আমিন রাস্তার পাশে পড়ে গেলে তার ব্যাগে থাকা সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারী তরিকুল ও রাব্বেল মোটরসাইকেল করে পালিয়ে যায়। অন্য দু’জন ছিনতাইকারী ফয়সাল ও হৃদয় উলাশী মাঠের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে মাঠে থাকা কৃষক আব্দুল কুদ্দুস তাদের ধরে জনতার হাতে তুলে দেন।

স্থানীয় উলাশী ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান বদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যেয়ে স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করে। অন্য দু’জন ছিনতাইকারীকে আটক ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version