শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় র্যাবের বিশেষ অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ সবুজ হোসেন মুন্না (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব -৬ ।
বুধবার ভোর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামে থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ হোসেন মুন্না বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিনাজুলের বাড়িতে গাঁজা কেনা বেচার জন্য মজুদ করেছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজাসহ সবুজ হোসেন মুন্না নামের এক মাদক কারবারিকে আটক করে।
এ বিষয়ে র্যাব-৬ কর্মকর্তা জানান উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।