শার্শা সংবাদদাতা

যশোরের শার্শার বাগআঁচড়ায় ১০ টাকায় লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ওই শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। ধর্ষক সিরাজুল ইসলাম উপজেলার বাগআঁচড়াএলাকার উজ্জ্বল পাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

বাবা মা বাড়ীতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গত শুক্রবার বিকালে প্রতিবেশী ৬০ বছর বয়সী বৃদ্ধ তার নিজ কক্ষে নিয়ে মেয়েটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বলে ধর্ষিতার মাতা এজাহারে অভিযোগ করেছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আসামি সিরাজুল ইসলামকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version