বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরার মোড়ে সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের কলোনী পাড়ার রেজাউল ইসলামের স্ত্রী।
তার পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে বুধবার রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের অভিযোগ, বুকে ব্যথার চিকিৎসার জন্য তাহেরা খাতুন প্রায়ই চিকিৎসকের কাছে যেতেন। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে চিকিৎসকরা জানান, তার স্তন ক্যান্সার হয়েছে। একপর্যায়ে নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থিত সিটি হাসপাতালের ডাক্তারের পরামর্শ নিতে গেলে অপারেশনের কথা বলেন ওই হাসপাতালের এমবিবিএস ডাক্তার সুজিত রায়। গত বুধবার রাত ১০টার দিকে তাহেরা খাতুনকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়।
এ সময় অজ্ঞান করার দায়িত্বে ছিলেন এমবিবিএস ডাক্তার আশরাফুল আলম। প্রক্রিয়া শেষে, রোগীর চেতনা ফেরাতে ব্যর্থ হয়ে দ্রাত তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
এদিকে এ মৃত্যু ধামাচাপা দিতে সিটি হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ কর্মী ও প্রভাবশালীদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।
যশোর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি পাল বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।