মাগুরা প্রতিনিধি
সকাল ১০ টায় উপজেলা পরিষদের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর সংসদ সদস্য বিরেন শিকদারের পক্ষে মাল্য প্রদান করা হয়। এছাড়া মাল্য প্রদান করেন, উপজেলা প্রশাসন,শালিখা থানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার্স ইনচার্জ নাসির উদদীন, সহকারী ভূমি কমিশনার উম্মে তাহমিনা আক্তার মিতু, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ইলিয়াচুর রহমান, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা প্রমুখ।