শালিখা প্রতিনিধি
মাগুরা শালিখার সীমাখালী ইসলামিয়া আইডিয়াল একাডেমির আয়োজনে ২০২৪ দাখিল পরীক্ষাথীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একাডেমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন। আলোচক ছিলেন ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আ. সাত্তার, সহযোগী অধ্যাপক মাওলানা হাজী বশিরুল্লাহ, গভর্নিং বডির সভাপতি আ. রাজ্জাক মন্ডল, অভিভাবক মাওলানা মফিজুল ইসলাম, শতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিনা, বাংলাদেশ মাদরাসা ছাত্র কল্যাণ পরিষদের শফিকুল ইসলাম, একাডেমির উপাধ্যক্ষ মাওলানা আলমগীর হুসাইন, ইংরেজি শিক্ষক হাসিবুর রহমান, শিক্ষার্থী তাহুরা, সাদিয়া, ইমরুল কায়েস, অথৈ, সাহাবুল ইসলাম, জুনাইদ, সিয়াম, আলিউল আজিম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শাকিল আর সালাম।
অপরদিকে, শালিখার চতুরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি গোলাম ছরোয়ার মোল্যা। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শিক্ষক আছাদুজ্জামান।

Share.
Exit mobile version