মাগুরা সংবাদদাতা
মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার শালিখায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে।

এদিন বেলা ১১ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ফার্মেসি ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মেসার্স সবুজ ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং সেগুলোকে কমার্শিয়াল প্যাকেটে লুকিয়ে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স রোকন মেডিসিন কর্নারেও একই ধরনের অপরাধ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন .. ..

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশের একটি টিম।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version