মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখায় ৪৪ ধারা উপেক্ষা করে জমি দখল নিয়েছে প্রতিপক্ষ। কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের দাবি বাদীপক্ষের। নাম জারি সংশোধনীতে বাদীপক্ষ উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর একটি আবেদন করেছে। ঘটনাটি ঘটেছে শালিখা উপজেলার পাথরঘাটা গ্রামে।
মামলা সূত্রে জানা যায় পাথরঘাটা গ্রামের সমছের মন্ডল তার চার মেয়ের মধ্যে তিন মেয়ে মাজেদা খাতুন, শরভানু ও কদভানুকে ৫৪ শতক করে এক একর ৬২ শতাংশ জমি দান করেন। পরবর্তীতে শরভানু তার অংশের ৪২ শতক জমি পাথরঘাটার আশিকুলের কাছে বিক্রি করলে ওই জমির উপর অপর বোন কদভানু ৪৪/৪৫ ধারায় মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে মামলা করে। মামলা নং শালিখা পি-৩০১/২০২৩। আদালত মামলার প্রেক্ষিতে ওই জমিতে সকল পক্ষের জমিতে প্রবেশ নিষিদ্ধ করলে স্থানীয় থানা পুলিশ আদালতের আদেশ বাাস্তবায়য়ন করেন।
কিন্তু আশিকুল ৪৪ ধারা উপেক্ষা করে তার দাতার পরামর্শে জমি দখল নিয়েছে।
বাদী কদভানু বেগম বলেন বাবা আমাদের একই সময় তিন বোনকে সমান হারে ১ একর ৬২ শতক জমি লিখে দেন। আমরা তিন বোন সকল দাগে সমান জমি পাবো। কিন্তু শহরভানু একদাগে ৪৪ শতকের মধ্যে ৪২ শতক জমি বিক্রি করলেও গ্রহীতা ৪৪ শতক দখল করে নিয়েছে। একই সাথে কদভানু শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর নামজারি বাতিলের আবেদন করেছেন।
এ ব্যাপারে আদালতের আদেশ বাস্তবায়নকারী শালিখা থানার সাব ইনস্পেক্টর আব্দুল গণি বলেন আমার কাছে ৪৪/৪৫ অবমাননা সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। দ্রুত সময়ে ব্যবস্থা নেবো।
শিরোনাম:
- জমির শ্রেণি জটিলতায় মিলছে না বাড়ির প্লান অনুমোদন, ভোগান্তির শিকার ক্রেতারা
- বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : তৃপ্তি
- বেনাপোল-পেট্রাপোলে সন্ধ্যা ৬ টার পর আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা
- যশোরে রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
- তালায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
- ‘বিএনপির নামে যারা অপর্কম করছে, তারা প্রকৃতপক্ষে অন্য দলের লোক’
- প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয় : রেজিস্ট্রার জেনারেল
- যশোরে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন হিসাব সহকারী দুর্নীতির বরপুত্র মহাসিন আলী

