মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখার আড়পাড়া বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।
আজ (বৃহস্পতিবার) এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, শালিখা থানা অফিসার ইনচার্জ নাসিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মুন্সি আবু হানিফ, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল বিশ্বাস, স্কুলের শিক্ষক মন্ডলী, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, ইত্তেফাকের সাংবাদিক জিআরএম তারিকসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এদিকে, শালিখা সরকারি আইডিয়াল হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদেরর বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য।
স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
এছাড়া উপজেলা পরিষদের ৫৬তম মাসিক সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এমপি বীরেন শিকদার।
এ সময় প্রধান অতিথি বলেন টিটিসি, পৌরসভা, উপজেলা আড়পাড়াতে একটি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সাংস্কৃতিক কেন্দ্র, আড়পাড়া বাজার চান্দিনা তৈরির ব্যবস্থা করা হবে।
শিরোনাম:
- কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র প্রদান
- যথাযথ মর্যাদায় বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উদযাপিত
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ যশোরে আটক আ.লীগের ১৯ নেতাকর্মী
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- যশোর-৪ : আচরণবিধি ভঙ্গ করে শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
- বেনাপোল ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ

