মণিরামপুর সংবাদদাতা
যশোরের মনিরামপুরে শিক্ষক, সাংবাদিক, কবি ও সাহিত্যিক আব্দুল আলিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল আলিম উপজেলার বালিধা গ্রামের মৃত ইমান আলী গাজীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাতে মণিরামপুর পৌরসভার কামালপুর গ্রামের নিজ বাড়িতে আব্দুল আলিম স্ট্রোকে আক্রান্ত হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল আলিম মলিরামপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি মণিরামপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার লেখা শতাধিক কবিতা প্রকাশিত হয়েছে। বুধবার সকালে মণিরামপুর ফাযিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে প্রথম জানাজা ও মরহুমের গ্রামের বাড়ি বালিধা এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।