বাংলার ভোর প্রতিবেদক
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ইংরেজি ভাষা বলা দিবস পালন। সোমবার সকালে যশোরের শার্শা বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে এই দিবস পালিত হয়। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আবু জোবায়েদ আল মামুন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মুরাদ হোসেন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জারিন তাসনিম ফারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রাকিবুল হাসান, শিক্ষার্থীদের পুষ্প, তানহা, তিতির, শশী, জুঁই, সাবিহা, শাহরিয়ার, জিম, তৌসিফ, মিথিলা।
ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে এসব শিক্ষার্থীরা তাদের স্বরচিত ইংরেজি বক্তব্য, কবিতা, গল্প উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মোহনা ও তাহসান হাসান মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে এ ধরনের ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজনের সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।