বাংলার ভোর প্রতিবেদক
শিল্পী এসএম. সুলতান জন্মশতবর্ষ উৎসবে যশোরে শিশুদের ছবি প্রদর্শনী ও চলচ্চিত্র ‘আদম সুরত’ প্রদর্শন করা হয়েছে। শনিবার বিকেলে যশোর চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট ও টেরাকোটা ক্রিয়েটিভস’র উদ্যোগে চারুপীঠ আর্ট গ্যালারিতে ‘এসো বসে আঁকি সুলতানের সান্নিধ্যে’ শিশুদের আঁকা ছবি ও তারেক মাসুদ নির্মিত ‘আদম সুরত’ চলচ্চিত্র প্রদর্শন হয়। স্বাধীন বাঙালির চিরন্তন রূপ রচয়িতা শিল্পী এস. এম. সুলতান জন্মশতবর্ষ উৎসবের অংশ হিসাবে এ অনুষ্ঠিত আয়োজন করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পী সহকারী অধ্যাপক এ.এফ.এম মনিরুজ্জামান শিপু।
উপস্থিত ছিলেন চারুপীঠ যশোরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহবুব জামাল শামিম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন ইকবাল, সান্ত্বনা শাহরিন নিনি, খাদিজা তাহেরা, সাইদা বানু শিল্পী, উবায়েদ জাকির রাসু, মৃত্তিকা কামাল, রুবাইয়াত সুলতানা নিকিতা, সাদবিন হোসেন,সায়েবা সাবিপা, উজান রহমান, রিফাত মল্লিক, তাজলীন আক্তার তানজিদা ইসলাম টুম্পা, দেবব্রত, শাহরিয়ার ও চারুপীঠ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।
সন্ধ্যা ৬ টায় তারেক মাসুদ নির্মিত ‘আদম সুরত’ চলচ্চিত্র চারুপীঠ আর্ট গ্যালারিতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ ছাড়া শিল্পী এস.এম. সুলতান জন্মশতবর্ষ উৎসব উপলক্ষে ২৪ জানুয়ারি সকাল ১০টায় গ্রাফিতি উন্মোচন এবং শিল্পী সুলতান স্মরণে আঁকা শিল্পকর্ম নিয়ে চারুপীঠ আর্ট গ্যালারিতে প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১১ টায় চারুপীঠ প্রাঙ্গণে গুরু ভাই-বোনদের মিলন মেলা। এ উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।