বিবি প্রতিবেদক
তীব্র শীতের কারণে আজ মঙ্গলবার যশোরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও তাপমাত্রা একই থাকবে। এ অবস্থায় জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন বলেন, ‘বিরুপ আবহাওয়ার কারণে মঙ্গলবার জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।’
আর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানিয়েছেন, ‘যশোরে শৈত্যপ্রবাহ বইছে। এর মাঝে যশোরেও প্রাথমিকের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এমন বিরুপ আবহাওয়া আজও থাকতে পারে। বিষয়টি নিয়ে আমরা বিভাগীয় উপ পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে ; তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার পরামর্শ দেন। এই কারণে জেলার সকল প্রাথমিকের সকল বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম আজ বন্ধ থাকবে।’
শিরোনাম:
- চারুতীর্থের তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন
- যশোর সদরে এলডিপি’র প্রার্থী খালেকুজ্জামান রিপন
- ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাথে আলী আসগার লবীর মতবিনিময়
- শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিল
- ঝিকরগাছা মহিলা কলেজে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা
- আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
- সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান : নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল
- আগামীকাল শুরু হচ্ছে ভবদহ অঞ্চলের পাঁচ নদী পুনঃখনন কাজ, জলাবদ্ধতা অবসানের সম্ভাবনা

