বাগেরহাট সংবাদদাতা
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলেই দেশে শান্তি বিরাজ করছে, সমৃদ্ধি ঘটছে।
বৃহস্পতিবার বিকেলে সোনাইলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সিটি মেয়র আরো বলেন, বিশ্বের জায়গায় জায়গায় অশান্তি, যুদ্ধ-বিগ্রহের চিত্র আমরা টেলিভিশনে দেখি, খবরের কাগজের পাতায় পড়ি। আমাদের দেশে ১৫ বছর ধরে শান্তি আছে, দেশ এগিয়ে চলেছে।
সোনাইলতলা ইউপি আওয়ামী লীগের সভাপতি সরদার হুমাউন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিনা, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার, সোনাইলতলা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরদার।
শিরোনাম:
- বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে যশোর গণহত্যা দিবস স্মরণ
- যশোরে জাগপার ৪৫ বছর পূর্তি উদযাপন
- যশোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
- যশোর শহরের ফুটপাতে শরবত বিক্রির হিড়িক
- মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে যুবদল নেতা খুন
- টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স র্যালি ও বিক্ষোভ
- ‘কেন্দ্রীয় কৃষকদল নেতাকে এমপি বানাতে একট্টা’র ঘোষণা আ’লীগ চেয়ারম্যানদের, ভিডিও ভাইরাল
- `ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান’