শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর দ্বীপ ইউনিয়ন গাবুরায় ইট সোলিং রাস্তার উদ্বোধন করা হয়েছে।আজ (শনিবার) সকাল ১০ টায় রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ২ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৬৪৩ টাকা ব্যয়ে গাবুরার ডুমুরিয়া বাজার থেকে পার্শ্বেমারী খেয়াঘাট কিয়ার (আংশিক) ৩ হাজার মিটার ডাবল ইট সোলিং রাস্তার কাজ উদ্বোধন করেন তিনি। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যকে দুর্যোগ কবলিত গাবুরার পক্ষথেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় কাঁকড়া ব্যবসায়ী কবির হোসেন গাজীসহ স্থানীয় বাসিন্দারা।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা জাকির হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালিদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা কৃষক লীগ সভাপতি মুনজুর এলাহী, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম, ডুমুরিয়া ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবিয়ার রহমান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুনজুর হোসেন, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ ইয়াছিন আলী ও মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফরিদা পারভীনসহ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version