শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্রের মাঝে আল-খিদমাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ভ্যান গাড়ি ও গরু ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১২ টার সময় উপজেলা পরিষদের নতুন ভবনের নিচে ৫ জন ভ্যান গাড়ি, ৪ গরু, ৫টি ছাগল ও মুদি দোকানের মালামাল ৩টি। স্বাবলম্বীকরণের প্রকল্পের আওতায় আল-খিদমাহ ফাউন্ডেশনের আয়োজনে আল-খিদমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান গাড়ি চালকদের হাতে তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।
অসহায় ব্যক্তিরা হলেন, রুহুল আমিন, মনিরুল ইসলাম, মিলন গাজী, আনোয়ার হোসেন, আবুল হোসেন সরদার, বাবলু শেখ, হাফিজুর রহমান, নাজমুল হাসান, হালিমা খাতুন, আসাদুজ্জামান, আব্দুর রহমান ও রাবেয়া খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুজ্জামান,আল-খিদমাহ ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য মুফতি আব্দুল খালেক, গ ম আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মুফতি শহীদুল্লাহ, হাফেজ ডাক্তার আব্দুল্লাহ আল মামুন।