শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির শেখকে (৩৭) আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন ট্রাক জব্দ করা হয়।
আটক বশির শেখ খুলনা জেলার রূপসা থানার জাবুশাহ গ্রামের বাসিন্দা। এ সময় ঘটনাস্থল থেকে চাপাতি, দুইটি হাসুয়া, শাবল ও রশিসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আজ (শুক্রবার) এ তথ্য নিশ্চিত করে শ্যামনগর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে ট্রাক আড় করে ঢাকা থেকে শ্যামনগরগামী বিভিন্ন পরিবহনে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন রকম সরঞ্জামসহ বশির শেখকে আটক করা হয়। সেখানে থাকা ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বশির জানিয়েছেন তারা ট্রাক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতেন। তার বিরুদ্ধে খুলনা জেলার খুলনা, বটিয়াঘাটা, রুপসাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে।
শিরোনাম:
- পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা
- যশোরে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
- সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
- ‘যশোর স্পেশাল’ ট্রেন ভরে ঢাকায় গেছেন হাজার হাজার নেতাকর্মী
- আনন্দ-উচ্ছ্বাস, প্রার্থনা মিলনমেলার আবহ যশোরে চার্চে, খ্রিষ্টান পল্লীতে
- যশোরে তিনটিতে প্রার্থী বদল বিএনপির, ৯ বঞ্চিতও নিলেন মনোনয়নপত্র ‘বিদ্রোহীর’ শঙ্কা!
- এক ম্যাচ বাকি থাকতেই নারী বিভাগে চ্যাম্পিয়ন মোহসেনা

