শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগরে প্রচণ্ড তাপদাহে সদরের মোড়ে মোড়ে তৃষ্ণার্তদের হাতে সুপেয় পানির বোতল ও খাওয়ার স্যালাইন তুলে দেয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে পথচারী, রিকসা ও ভ্যান চালকসহ বিভিন্ন গাড়ির চালক, বৃদ্ধ যাত্রী, নারী ও শিশুসহ তৃষ্ণার্তদের হাতে হাতে সুপেয় পানি ও স্যালাইন তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. শোকর আলি,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এড. নুরুজ্জামান টুটুল, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, মো. আব্দুল্লাহ আল মামুন।