শ্যামনগর প্রতিনিধ
সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে বারোটায় শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর আয়োজনে ও অস্ট্রেলিয়ার জোবেদা আমিন মোবাইল স্কুল (জ্যামোস্ক)-এর সহযোগিতায় এই বৃত্তি প্রদান করা হয়।
ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিমের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, এ সময় বিশেষ অতিথি ছিলেন ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের কাছ থেকে বৃত্তির টাকা গ্রহণ করেন। মাধ্যমিক স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মোট ২৩ জন শিক্ষার্থীকে ১৮২,০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। স্কুল পর্যায়ে প্রতিমাসে এক হাজার টাকা, কলেজ পর্যায়ে প্রতিমাসে দুই হাজার টাকা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিমাসে তিন হাজার এবং মেডিকেল এমবিবিএস পর্যায়ে প্রতিমাসে চার হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।