শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
নিম্নমানের সামগ্রী দিয়ে বিধিবহির্ভুতভাবে নির্মিত হচ্ছে জননেত্রী প্রধানমন্ত্রীর উপহার শ্যামনগর উপজেলা মডেল মসজিদ। এ ঘটনায় বাংলার ভোরসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
গত ৬ এপ্রিল সকাল দশটায় সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন, খুলনা ডিভিশন-২ এর অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সাতক্ষীরায় কর্মরত উপ সহকারী প্রকৌশলী তানজির হোসাইন ও ঠিকাদার মিজানুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকগণ, আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, মসজিদের ইমাম ও সুধীজন।
পরিদর্শনে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হলে এমপি মহোদয় মসজিদের কার্যক্রম দেখভাল করার জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটির মধ্যে রয়েছেন, আহবায়ক শ্যামনগর উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, সদস্য সচিব উপজেলা ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সদস্য শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবাহক শেখ আফজালুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক স ম আব্দুস সাত্তার, মসজিদ কমিটির সেক্রেটারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, পেস ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক, নকিপুর বাজার কমিটির সেক্রেটারি ফিরোজ হোসেন।