Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা
  • যশোরে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম
  • বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
  • সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
  • ‘যশোর স্পেশাল’ ট্রেন ভরে ঢাকায় গেছেন হাজার হাজার নেতাকর্মী
  • আনন্দ-উচ্ছ্বাস, প্রার্থনা মিলনমেলার আবহ যশোরে চার্চে, খ্রিষ্টান পল্লীতে
  • যশোরে তিনটিতে প্রার্থী বদল বিএনপির, ৯ বঞ্চিতও নিলেন মনোনয়নপত্র ‘বিদ্রোহীর’ শঙ্কা!
  • এক ম্যাচ বাকি থাকতেই নারী বিভাগে চ্যাম্পিয়ন মোহসেনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ডিসেম্বর ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কাটা হচ্ছে নদী চরের গাছ : থানায় মামলা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আইলা বিদ্ধস্থ মরুভূমি বনে যাওয়া শ্যামনগর উপজেলার গাবুরা দ্বীপ ইউনিয়নে নদীর চরে গাছ নিধনের দায়ে ২০ জনের নামে মামলা হয়েছে। গাবুরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ চলমান থাকায় বাধের পাশের গাছ কর্তন করায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল বাদী হয়ে গাছ কাটার সাথে জড়িতদের নামে শ্যামনগর থানায় মামলা করেছে।
মানববন্ধনসহ বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হলেও গাছ কাটা বন্ধ করেননি ঠিকাদারি প্রতিষ্ঠানসহ এলাকাবাসী। সকাল হলেই মসজিদের মাইকে প্রচার দিয়েই গাছ কাটার উৎসবে নামেন এলাকাবাসী এমন চিত্র দেখা গেছে গাবুরা ইউনিয়নে। একের পর এক গাছ কেটে সাবাড় করলেও কতৃপক্ষের যেন কোন টনক নড়েনি। গাবুরার সুশীল সমাজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা প্রতিদিনের গাছ কাটার দৃশ্য প্রচারও করেছেন।
গাবুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ২০৯০ মিটার ওয়াপদার বেড়িবাঁধের কাজ বর্তমানে চলমান রয়েছে। বেড়িবাঁধের কাজ করতে যেয়ে কপোতাক্ষ নদ পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজারের অধিক গাছ কেটে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লক্ষ লক্ষ টাকা মূল্যের কাটা গাছগুলো নিয়ে স্থানীয়রা জ্বালানি থেকে শুরু করে নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ৩ হাজারের বেশি গাছ কাটলেও মাথাব্যথা নেই সামাজিক বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ যেন হরিলুটের বাতাসা। যে যেভাবে পারছে লুটে নিচ্ছে। ৩ হাজারের অধিক বিভিন্ন ধরনের গাছগুলো এলাকাবাসী ও শ্রমিকরা প্রতিনিয়ত নিয়ে নিজেদের কাজে লাগাচ্ছে। এভাবে গাছ কর্তন হতে থাকলে মারাত্মক ভাবে হুমকির মুখে পড়বে পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠী। আইলা পরবর্তী সময়ে লোনা পানির আগ্রাসনে দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়ন ধু ধু মরুভূমিতে পরিণত হয়। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় গাবুরা ইউনিয়নে বিভিন্ন রাস্তার পাশ, বেড়িবাধ এবং নদীর চর বনায়ন করা হলেও কিছু স্বার্থান্বেষী পরিবেশ বিমুখ মানুষের কারণে উক্ত বনায়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়তে শুরু করেছে।
গাছ কাটার প্রতিবাদে স্থানীয়ভাবে স্থানীয় জনগোষ্ঠী এবং পরিবেশবাদী সংগঠন সমূহ মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানান। কোনো কিছুতেই গাছ কাটা বন্ধ না হলে শ্যামনগর বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র উদ্যোগে ব্যাপকভাবে মানববন্ধন করেন সংগঠনের সদস্যবৃন্দ। মানববন্ধনে সংহতি জানিয়ে সার্বিক সহযোগিতা করেন পরিবেশবাদী বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস। এ সময় স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা সমূহ মানববন্ধনে সসংহতি প্রকাশ করেন। মানববন্ধনে স্থানীয় সংবাদ কর্মীদের পাশাপাশি জেলার সাংবাদিকেরা সংহতি প্রকাশ করেন এবং ব্যাপকভাবে মানববন্ধন কার্যক্রম সংবাদ প্রচার করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পরিবেশবাদী সংগঠন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান গাবুরার গাছ কাটার ভিডিও পোস্ট করে আবেগঘন স্ট্যাটাস দেন। এই পোস্ট দেখে সামাজিক বনায়নের সিসিএফ জেলা সামাজিক বনায়ন কর্মকর্তাকে সরজমিনে তদন্তের নির্দেশনা দেন। একই সময়ে বিভিন্ন দপ্তরসহ সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে বিষয়টি সম্পর্কে অবগত করলে তিনি বিষয়টি আমলে নিয়ে প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। গাবুরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল বাদী হয়ে শ্যামনগর থানায় ২০জনের নামসহ অভিযুক্ত অজ্ঞাত ১০০জনের নামে সরকারি সম্পত্তি চুরির মামলা করেন। মামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাখাওয়াত হোসেন।
শ্যামনগর থানার ওসি তদন্ত মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা

ডিসেম্বর ২৫, ২০২৫

যশোরে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

ডিসেম্বর ২৫, ২০২৫

বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

ডিসেম্বর ২৫, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.