শ্যামনগর প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল সাড়ে দশটার দিকে কাশিমাড়ী কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহ……… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামানের উপস্থিতিতে শ্যামনগর থানার এএস আই মোহাম্মদ ইসলাম আলী নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় শ্যামনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডলসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহারের জানাজায় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, মাস্টার আব্দুল অহেদ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইদুজ্জামান সাঈদ, গণমাধ্যম কর্মি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শত মুসুল্লি উপস্থিত। মরহুমের জানাজা পড়ান জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ এইউএম গোলাম বারী।