শ্যামনগর সংবাদদাতা
সুন্দরবনের ওপর নির্ভরশীলতা হ্রাস ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুন্দরবনের ওপর নির্ভরশীল নারীদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সুন্দরবনের মৎস্যজীবীদের জন্য টেকসই মৎস্য সম্পদ ও জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষ্যে ‘ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা’ প্রকল্পের আওতায় মেরিডিয়ান ইনস্টিটিউটের সহযোগিতায় ও লিডার্সের আয়োজিত এ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান রোববার লিডার্স প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এদিন ১০ জন উপকারভোগী নারীর মাঝে দুই লাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর রবিউল ইসলাম, ৭ নং মুনসিগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন লিডার্স-এর জেডএসপি প্রকল্পের টিম লিডার অসিত মণ্ডল, ব্লু কার্বন প্রকল্পের এ্যাকাউন্ট্যান্ট মিলন মণ্ডল এবং লিডার্স-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষা ও টেকসই জীবিকা সৃষ্টিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিডার্স-এর এই উদ্যোগ নিঃসন্দেহে সুন্দরবননির্ভর মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
উল্লেখ্য, গত জুন মাসে প্রথম কিস্তিতে উপকারভোগীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়।

