শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরের একটি বসতবাড়ি থেকে ৪৫ টি বিষাক্ত কালকেউটে ও পদ্মগোখরো সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সুন্দরবন উপকূল সংলগ্ন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট এলাকার মহিউদ্দীন সরদারের বসতবাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মহিউদ্দীনের বরাত দিয়ে জান্নাতুল নাঈম জানান, রোববার চাচার বাড়ির সামনের পুরাতন পাচিলটি ভেঙে নতুন পাচিল করার জন্য পাচিল ভাঙার জন্য কাজ শুরু করেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্চা দেখতে পায়। পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন। সাপুড়ে এসে একে একে দুটি বড় সাপসহ মোট ৪৫ টি সাপের বাচ্চা উদ্ধার করতে সক্ষম হন। জান্নাতুল নাঈম আরো জানান, সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, আমাকে ইউপি সদস্য জানিয়েছে, সাপ দেখতে বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ ভিড় করছে। সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে দেওয়ার কথা বলেছি।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version