খাজুরা সংবাদদাতা
সকাল ৯টা ১৫ মিনিট। ষষ্ঠ শ্রেণিতে ঢুকলেন, সহকারী শিক্ষক মাও. আব্দুর রাজ্জাক। আজ তার প্রথম ক্লাস বাংলা বিষয়। ক্লাস শেষে বেরিয়ে আসলেন ১০টা ১০ মিনিটে। এরপর কিছুক্ষণের বিরতিতে খোসগল্প করছিলেন শিক্ষক মিলনায়তনে। হঠাৎ তিনি চেয়ার থেকে কাত হয়ে পড়ে যাচ্ছিলেন। এমন সময় পাশে বসা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ূব হোসেন ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম ধরলেন তাকে। সাথে সাথে ছুটে এলেন অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা। দেখতে দেখতে তাদের হাতের ওপরই স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন দীর্ঘদিনের সহকর্মী আব্দুর রাজ্জাক। খবরটি পৌঁছানো মাত্রই বিভিন্ন শ্রেণিকক্ষ থেকে দৌঁড়ে এলো শ’ শ’ শিক্ষার্থী। মুহূর্তের মধ্যে চারিদিকে কান্নার রোল পড়ে গেল। বুধবার সকাল সাড়ে ১০টায় বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এমনই এক শোকাহত পরিবেশের সৃষ্টি হয়।

এদিন প্রতিষ্ঠান চত্বরে আব্দুর রাজ্জাকের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শেষবারের মতো তাকে দেখতে দুপুর থেকেই গ্রামের বাড়ি চন্ডিপুরে ভিড় বাড়তে থাকে স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের।

আর যারা আসতে পারেরনি তারা দূর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান। অনেকেই ফেসবুকে পোস্টে স্মৃতিচারণার পাশাপাশি জানিয়েছেন নিজেদের ভালোবাসার কথা।

আসর বাদ চন্ডিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মুফতি ইউনুস আহম্মেদের পরিচালনায় জানাজা নামাজে অংশ নেন, এলাকার বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার হাজারো মানুষজন।

জানাজা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যশোর জেলা সহসভাপতি মাও. নাজমুল হুদা, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের খাজুরা সাংগঠনিক থানা শাখার সিনিয়র সহসভাপতি ফিরোজুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ও মরহুমের বড়ভাই আব্দুল আজিজ বিশ^াস।

১৯৬৮ সালের ১২ ডিসেম্বর বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে মাও. আব্দুর রাজ্জাক জন্ম। তার পিতা প্রয়াত মমতাজ উদ্দীন বিশ^াস। তিনিও পেশায় শিক্ষক ছিলেন। খাজুরা ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে স্নাতক সম্পন্ন করেন রাজ্জাক। এরপর ১৯৯৫ সালের পহেলা জানুয়ারি চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।

প্রথমদিন থেকেই সবার সাথে বন্ধুর মতো মিশেছেন তিনি। সব মহলে ‘মাওলানা স্যার’ হিসেবে বেশি পরিচিত ছিলেন আব্দুর রাজ্জাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version