শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তাসিম বিল্লাহ্ সংগ্রামের বিরুদ্ধে। তাকে ভোট না দেয়ায় এ হামলার ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছে বরিশাট গ্রামের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বরিশাট গ্রামের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, আমিরুল ইসলাম ও জাকির মোল্যার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জামিরুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নামে শ্রীপুর থানায় মামলা করেছেন।

এ বিষয়ে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমরা মোতাসিম বিল্লাহ সংগ্রামকে ঘোড়া প্রতিকে ভোট দেয়নি। এটাই আমাদের অপরাধ। শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে মোটরসাইকেল প্রতিকে ভোট দেওয়ায় মোতাসিম বিল্লাহ সংগ্রামের নেতৃত্বে বিল্লাল বাহিনী আমাদের বাড়িতে হামলা করে। এ সময় তারা আমাদের তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

এমন অভিযোগ অস্বীকার করে মোতাসিম বিল্লাহ সংগ্রাম বলেন, এটা তাদের পারিবারিক বিষয়, সামাজিক বা রাজনৈতিক কোন বিষয় না। আমাকে ভোট না দেয়ায় ভাঙচুর ও লুটপাটের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।

Share.
Exit mobile version