বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চার শতাধিক ষাটোর্ধ মায়েদের ঈদ উপহর দিয়েছে জয়তী সোসাইটি।
মঙ্গলবার সোসাইটি মিলনায়তনে ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার হিসেবে দুঃস্থ মায়েদের মাঝে মাথাপিছু ১টি করে নতুন শাড়ি, ১০ কেজি চাল ও ১ কেজি পোলাও চাল প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমান, ডিভাইন গ্রুপ অ্যাডভোকেট তজিবর রহমান, দৈনিক স্পন্দন’র নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ। অতিথি ছিলেন কর্মসূচির বাস্তবায়ন কমিটির সদস্য রাফ্ফাত আরা ডলি।
শুরুতে সংগঠনের সভাপতি কাজী লুৎফুন্নেছা কর্মসূচির উপর বিস্তারিত আলোচনা করেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।