সাতক্ষীরা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা গ্রহণ বিষয়ক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, শাহনাজ বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনিসহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর মৌখিক পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন।

