বাংলার ভোর প্রতিবেদক
“দুর্নীতি একুশের চেতনার পরিপন্থি” এই শ্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি যশোরের পক্ষ থেকে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে।
শুক্রবার সনাক সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবালের নেতৃত্বে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের পক্ষ থেকে যশোর সরকারি এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা জানানো হয়। এর আগে সনাক সদস্য অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ইয়েস সহদলনেতা রিয়া আফরিন তরু ও এসিজি সহ সমন্বয়ক সানজিদা আক্তার মুক্তার নেতৃত্বে একটি র্যালি শহরের হরিনাথ দত্ত লেনের সনাক অফিস থেকে শুরু হয়ে ঈদ গাহ মোড় হয়ে এমএম কলেজ দক্ষিণ গেটে এসে মিলিত হয়।
পরে পৌরপার্কে সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে ইয়েস দলনেতা রেজা, সহদলনেতা ওসমান গণি লাভলু, ইয়েস সদস্য ইশরাত জাহান, ফামিহা চৌধুরি, সুমা সরকার, এসিজি সদস্য মুক্তা, আব্দুস সবুর ও টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একুশের চেতনার একটি বড় বিষয় ছিলো বৈষম্যহীন সমাজ, রাষ্ট্রগঠন। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে এ চেতনা ধারণ ও চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করে ইয়েস দলনেতা রেজা।